শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৭ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। সিটিস্ক্যানে তার মাথায় গুলি পাওয়া গেছে। এই মুহূর্তে তার মাথার অস্ত্রোপচার চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

এদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়।

হাসপাতালে সহকর্মী মিসবাহ জানান, জুম্মার নামাজ পরে নিজের নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন মসজিদে যাওয়ার কথা ছিল ওসমান হাদির। দুপুরে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় হেলমেট পরা ২ জন মোটরসাইকেলে এসে গুলি করে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর