বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছায়ানটের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৫ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ছায়ানট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ছায়ানট ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে গানে গানে প্রতিবাদ জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

‘ওসমান হাদির খুনিদের বিচার চাই’, ‘পত্রিকা-বিদ্যালয়ে আগুন নয়’, ‘শিশুরা কাঁদছে, বিদ্যালয়ে আগুনে বই পুড়ছে’, ‘ছায়ানটে হামলা কেন?’ এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে ছিল শিক্ষক, শিক্ষার্থীদের।

এর আগে ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সিসি ফুটেজ দেখে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেন তিনি।

গতরাত ১টার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়।

হামলার পর রাত সাড়ে ৩টার দিকে ছায়ানটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায়, ভবনটিতে পরিচালিত ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের’ ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার কথা বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর