শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ডাক্তাররা খুলি সরিয়ে রক্ত বের করার সিদ্ধান্ত নিয়েছেন। আঘাতটা ব্রেইনের স্পর্শকাতর এরিয়ায়। তাই এ প্রক্রিয়া খুবই ঝুঁকিপূর্ণ। ‘ রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেয়া হয়েছে। তার ব্রেইনের মধ্যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং খুলি সরিয়ে রক্ত বের করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ।

তিনি বণিক বার্তাকে বলেন, ‘ওসমানের মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। গুলি একপাশে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে গেছে। ব্রেইনের মধ্যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং খুলির ছোট ছোট টুকরা ব্রেইনের ভেতরে রয়ে গেছে।’

ডা. মোস্তাক আহমেদ বলেন, ডাক্তাররা খুলি সরিয়ে রক্ত বের করার সিদ্ধান্ত নিয়েছেন। আঘাতটা ব্রেইনের স্পর্শকাতর এরিয়ায়। তাই এ প্রক্রিয়া খুবই ঝুঁকিপূর্ণ। ‘

এর আগে, দুপুর আড়াইটার কিছু আগে রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় করে যাওয়ার সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি চালায়। গুলিটি তার বাম কানের নিচে লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেয়া হয়।

গত মাসে (নভেম্বর) দেশী-বিদেশী ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর