সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা

‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৮১ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজনের একজন পাইলট এবং অপরজন স্কুলের একজন শিক্ষিকা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক একটি দুর্ঘটনা। নিহতদের মধ্যে ২৫ জনই কোমলমতি শিক্ষার্থী। তাদের হারিয়ে পরিবারগুলো আজ শোকে স্তব্ধ।’

আহতদের বিষয়ে তিনি জানান, ‘বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৭৮ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুইজন ভেন্টিলেশনে আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। বার্ন ইউনিটসহ সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জনবল সক্রিয় রয়েছে।’

প্রসঙ্গত, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় ভবনটিতে আগুন ধরে যায়। ওই ভবনে ক্লাস চলাকালীন সময় থাকায় অধিকাংশ হতাহতই হয় শিক্ষার্থী।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর