শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

তিনে ব্রাজিল, দশেও নেই আর্জেন্টিনা!

বর্তমানকণ্ঠ ডটকম / ১০৪ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

স্পোর্টস ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
বিশ্বকাপে শিরোপার দুই ধাপ পেছনে থাকলেও শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছে বেলজিয়াম। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে ২০১৮ সালের সর্বশেষ ফিফা র‌্যাংকিং। যেখানে ১৭২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রোমেলু লুকাকু-ইডেন হ্যাজার্ডদের বেলজিয়াম। ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে আছে বিশ্বকাপজয়ী ফ্রান্স। নেইমারের ব্রাজিল তিনে থাকলেও শীর্ষ দশে নেই মেসির আর্জেন্টিনা। অন্যদিকে, কাজী সালাহউদ্দিনের হাতে ধুকতে থাকা বাংলাদেশ ৯০৭ পয়েন্ট নিয়ে আছে ১৯২তম অবস্থানে।

রাশিয়া বিশ্বকাপের আগে থেকেই, বছরের শুরু থেকেই বেলজিয়ান রেড ডেভিলরা দুর্দান্ত গতিতে ছিল। বিশ্বকাপেও সেমিফাইনাল পর্যন্ত যায় বেলজিয়াম। ফলাফল হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেই বছর শেষ করলো তারা। এর আগে ২০১৫ সালে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল তারা। এরপর টানা দুই বছর পাঁচ নম্বরে ছিল পশ্চিম ইউরোপের দেশটি। এ বছর ১৭ ম্যাচ খেলে ১৩ ম্যাচে জিতেছে বেলজিয়ামের সোনালি প্রজন্ম।

বেলজিয়ামের চেয়ে মাত্র এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থান নিয়ে খুশি থাকতে হচ্ছে ফরাসিদের। বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কোচ দিদিয়ের দেশমের অধীনে রীতিমতো উড়ছিল ব্লুজরা। বিশ্বকাপ জয়ের পর এ বছরের আগস্টে সাত থেকে এক লাফে একে উঠে যায় তারা। তবে শীর্ষস্থান খুব বেশিদিন ধরে রাখতে পারেনি। দুই মাসের মাথায় দুইয়ে নেমে যায়। এ বছর ১৮ ম্যাচ খেলে ১২ জয় পেয়েছে ফ্রান্স।

১৬৭৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বিশ্বের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল। বিশ্বকাপে অনেকটা পথ এগিয়ে শেষমেশ বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় সেলকাওরা।

অন্যদিকে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিানা ১৫৮২ পয়েন্ট নিয়ে ১১ তম অবস্থানে থেকে বছর শেষ করছে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *