শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

নেইমারই সবচেয়ে দামী খেলোয়ার

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৫ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

ক্রীড়া ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
২০১৭ সালে বিশ্বকাঁপানো ট্রান্সফার ফি দিয়ে বার্সালোনা থেকে নেইমারকে কিনে নিয়েছিল পিএসজি। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে স্পেন থেকে ফ্রান্সে উড়িয়ে এনেছিল তাকে পিএসজি। নেইমারের সেই ট্রান্সফার ফি এখনো পর্যন্ত ফুটবল বিশ্বে সবচেয়ে দামী দলবদলের রেকর্ড।

তবে শুধু সেটাই নয়, বর্তমান বিশ্বে ট্রান্সফার বাজারে এই নেইমারই সবচেয়ে দামী হিসেবে উল্লেখ করেছে ইনডিপেনডেন্ট স্টাডি বাই কেপিএমজি। তাদের প্রকাশিত তালিকায় বর্তমান বিশ্বের সবচেয়ে দামী খেলোয়ার ধরা হয়েছে নেইমারকে।

২৬ বছর বয়সী নেইমারের বাজার মুল্য ধরা হয়েছে ২২৯.১ মিলিয়ন ইউরো। দুই নম্বরে থাকা এমবাপ্পের বাজার মুল্য ২১৫ মিলিয়ন ইউরো। তিনে আছে মেসি, তার মুল্য ২০৩.৩ মিলিয়ন ইউরো।

এরপর সেরা দশে আছেন যথাক্রম..সালাহ (১৬৮.৩), হ্যারি কেইন (১৫১.১), হ্যাজার্ড (১৪৮.২), ডি ব্রুইন (১২৯.৪), গ্রীজম্যান (১২৫.৮), পগবা (১১৯.৩), কৌতিনহো (১১৮.৩) মিলিয়ন ইউরো।

খেলোয়ারদের জাতীয়তা, বয়স, ব্যক্তিগত নৈপুন্য, গোল, অ্যাসিস্ট, মিনিট, ড্রিবলিং, আচরন, বানিজ্য, মিডিয়া, দলের নির্ভরতা সব কিছু বিবেচনা করে তৈরি করা হয় এই তালিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *