শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের আবুল খায়ের পাটওয়ারী মেয়র ও কাউন্সিলরদের প্রাপ্ত ভোট

রুহুল আমিন খাঁন স্বপন, ফরিদগঞ্জ, চাঁদপুর। / ৩৪ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারী ) রাতে ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রের মোট ৩১,০৮৪ জন ভোটারের মধ্যে ১৯,৪২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সবকটির ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ১৭,০০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মো: ইমাম হোনের পাটওয়ারী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭০৬ ভোট ও ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো: দেলোয়ার হোসেন পেয়েছেন ৭১৮ ভোট।
রাতে রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি , বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ার কে বিজয়ী ঘোষনা করেন।

ফরিদগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ১৪ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত ভোটে সংরক্ষিত আসন ও সাধারণ কাউন্সিলর আসনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বিরা হলেন।

সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন কুসুম বেগম(জবা ফুল- প্রাপ্ত ভোট ১৯৬৮ )। অন্যরা হলেন, জান্নাতের নেছা(চশমা- প্রাপ্ত ভোট ১৫৫৪), রজিনা (টেলিফোন – প্রাপ্ত ভোট ১৬৭৮), শাহীন আক্তার (আনারসর- প্রাপ্ত ভোট ৭৯০)।

২ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন খতেজা বেগম (চশমা – প্রাপ্ত ভোট ৩০৭৭)। অন্যরা হলেন, সাবিনা ইয়াছমিন (জবা ফুল- প্রাপ্ত ভোট ১৬১০), হাছিনা আক্তার (আনারস – প্রাপ্ত ভোট ১১৯৮)।

৩ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন সেলিনা আক্তার যুথী (আনারস- প্রাপ্ত ভোট ২৩৮২) অন্যরা হলেন, গীতা রানী দাস (টেলিফোন – প্রাপ্ত ভোট ৫৩৭), ফাতেমা বেগম (চশমা – প্রাপ্ত ভোট ১৭৫৮), মাহমুদা বেগম (জবা ফুল – প্রাপ্ত ভোট ১৫৩৪) ।

পৌর সভার ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৬২জন প্রার্থী:

সাধারণ আসনে ১ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৬৬৪ তার মধ্যে পুরুষ ১৯২৯ ভোট, মহিলা ১৭৩৭ ভোট। এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন আমিনুল হক (উঠ পাখি- প্রাপ্ত ভোট ৫৯৯)। অন্যরা হলেন, ওমর ফারুক (ব্রিজ – প্রাপ্ত ভোট ১৫৫) , আক্তার হোসাইন (পানির বোতল- প্রাপ্ত ভোট ২৭৭), আরিফ হোসেন (গাজর- প্রাপ্ত ভোট১০৬), আলমগীর হোসেন (পাঞ্জাবী- প্রাপ্ত ভোট ১২৯), ইসমাইল হোসেন (টেবিল ল্যাম্প- প্রাপ্ত ভোট ৫৩০), নুরুজ্জামান (ঢেঁড়শ – প্রাপ্ত ভোট ৯২), মোস্তফা কামাল সুমন (ফাইল কেবিনেট- প্রাপ্ত ভোট ১৯১), শাহ জালাল (ডালিম- প্রাপ্ত ভোট ৫৫) ,ইয়াছিন আরাফাত (ব্ল্যাক বোর্ড- প্রাপ্ত ভোট ৯৯)।

সাধারণ আসনে ২ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৭৯৪ তার মধ্যে পুরুষ ১৩৮৭ ভোট, মহিলা ১৪০৭ ভোট । এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হলেন, আবুল হাসেম (পাঞ্জাবী- প্রাপ্ত ভোট ৩৭৭)। অন্যরা হলেন, আবদুর রব (ডালিম- প্রাপ্ত ভোট ১৬২), রুবেল মিয়াজী (উঠপাখি- প্রাপ্ত ভোট ১২৩), সাইফুর রহমান (পানির বোতল – প্রাপ্ত ভোট ৩৭৩), সারোয়ার হোসেন (ফাইল কেবিনেট – প্রাপ্ত ভোট ২১১), হারুনুর রশিদ (ব্রিজ – প্রাপ্ত ভোট ৩০৩), হুমায়ুন কবির (টেবিল ল্যাম্প- প্রাপ্ত ভোট ১৪১), রাশেদ (ব্ল্যাক বোর্ড-প্রাপ্ত ভোট ১৪৬) ।

সাধারণ আসনে ৩নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৩০১ তার মধ্যে পুরুষ ১৭২১ ভোট , মহিলা ১৫৮০ ভোট। এই ওয়ার্ডে ভোট কেন্দ্র রয়েছে ২ টি, এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন জায়েদ হোসেন (ডালিম – প্রাপ্ত ভোট ৮০১)। অন্যরা হলেন, ইউনুছ বেপারী (পানির বোতল-প্রাপ্ত ভোট ১৯৫), মহসিন তালুকদার (পাঞ্জাবী – প্রাপ্ত ভোট ৪৫৩), জয়নাল আবেদীন (উঠপাখি – প্রাপ্ত ভোট ৬১৫) ।

সাধারণ আসনে ৪ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪৫০৮ তার মধ্যে পুরুষ ২৩৪৪ ভোট , মহিলা ২১৬৪ ভোট । এই ওয়ার্ডে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা ভোট কেন্দ্র রয়েছে, এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন আবদুল মান্নান (উঠপাখি – প্রাপ্ত ভোট ২৬৭৮)। অন্যরা হলেন, এস এম এম ফজলে ফজলে রাব্বী (ডালিম- প্রাপ্ত ভোট ০৬ ), আবু তাহের (ফাইল কেবিনেট – প্রাপ্ত ভোট ৪৯), শফিকুল ইসলাম (ব্ল্যাক বোর্ড – প্রাপ্ত ভোট ৯৫), শাহ জাহান মিজি (পাঞ্জাবী- প্রাপ্ত ভোট ১০), বিল্লাল (পানির বোতল- প্রাপ্ত ভোট ৬৭) । তবে প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে প্রত্যাহার না করলেও নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন মো. বিল্লাল (পানির বোতল) প্রতীকের প্রার্থী।

সাধারণ আসনে ৫ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৮৮৫ তার মধ্যে পুরুষ ১৪৭৫ ভোট, মহিলা ১৪১০ ভোট । এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন জাহিদ হোসেন (পানির বোতল – প্রাপ্ত ভোট ৭০৫)। অন্যরা হলেন, মনির হোসেন গাজী (গাজর – প্রাপ্ত ভোট ১৫৭), আবুল হাসান (পাঞ্জাবী – প্রাপ্ত ভোট ১৬), আমিন হোসেন (ব্ল্যাক বোর্ড – প্রাপ্ত ভোট ৫৩৪), খলিলুর রহমান (ডালিম – প্রাপ্ত ভোট০০), সোহেল দেওয়ান (উঠপাখি- প্রাপ্ত ভোট ৫৭৭)।

সাধারণ আসনে ৬ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২০৬৩ তার মধ্যে পুরুষ ১০৭৫ ভোট, মহিলা ৯৮৮ ভোট । এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হলেন, মাজহারুল আলম (টেবিল ল্যাম্প – প্রাপ্ত ভোট ৫০৪)। অন্যরা হলেন আল-আমিন মোল্লা (উঠপাখি- প্রাপ্ত ভোট ৩০৬), মাহাবুব আলম (পানির বোতল – প্রাপ্ত ভোট ২৩৪), মজিবুর রহমান (পাঞ্জাবী- প্রাপ্ত ভোট ৩৩৫) ।

সাধারণ আসনে ৭ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৭৬০ তার মধ্যে পুরুষ ১৩৭৫ ভোট , মহিলা ১৩৮৫ ভোট । এই ওয়ার্ডে কাউন্সিলর বিজয়ী হলেন, মোহাম্মদ হোসেন (পানির বোতল – প্রাপ্ত ভোট ২৮২)। অন্যরা হলেন, আহছান উল্যাহ্ (টিউব লাইট- প্রাপ্ত ভোট ২২৮), কাজী কাউছার (ব্ল্যাক বোড – প্রাপ্ত ভোট ৩০), আলী হায়দার পাঠান টিপু (টেবিল ল্যাম্প – প্রাপ্ত ভোট ২৪৫),এমরান হোসেন (পাঞ্জাবী – প্রাপ্ত ভোট ১৩১), জহির হোসেন মিজি (ফাইল কেবিনেট – প্রাপ্ত ভোট ২৫), জাকির হোসেন (গাজর – প্রাপ্ত ভোট ৯৩), তাজুল ইসলাম (উঠপাখি – প্রাপ্ত ভোট ৬৭), মশিউর রহমান (ডালিম – প্রাপ্ত ভোট ১৬১), এস. এম সোহেল রানা (ব্রিজ – প্রাপ্ত ভোট ২৭৪)।

সাধারণ আসনে ৮ নং ওয়ার্ড ভোটার সংখ্যা ৪৩৭৭ তার মধ্যে পুরুষ ২২৪৯ ভোট, মহিলা ২১২৮ ভোট । এই ওয়ার্ডে কেন্দ্র ২টি, এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হলেন জাকির হোসেন গাজী (উঠপাখি – প্রাপ্ত ভোট ৮৯৭)। অন্যরা হলেন, মাহাবুব আলম (ব্ল্যাক বোর্ড- প্রাপ্ত ভোট ১২২), আমান উল্লা আমান (ডালিম- প্রাপ্ত ভোট ১১২), উৎফল চন্দ্র দাস (ঢেঁড়শ- প্রাপ্ত ভোট ৮৯), কামরুল ইসলাম (টেবিল ল্যাম্প- প্রাপ্ত ভোট ৫৫), দিলীপ চন্দ্র দাস (পানির বোতল- প্রাপ্ত ভোট ৩৩০), মফিজ উদ্দিন জনি (ব্রিজ- প্রাপ্ত ভোট ০৫), মিজান পাটওয়ারী (পাঞ্জাবী- প্রাপ্ত ভোট ২৪২) ।

সাধারণ আসনে ৯ নং ওয়ার্ড ভোটার সংখ্যা ৪৭৩২ তার মধ্যে পুরুষ ২৩৮১ ভোট মহিলা ২৩৫১ ভোট । এই ওয়ার্ডে কেন্দ্র ২ টি, এই ওয়ার্ডে কাউন্সিলর বিজয়ী হলেন মো. সাজ্জাদ হোসেন (ডালিম – প্রাপ্ত ভোট ২৯৩৫)। অন্যরা হলেন আবু জাফর (টেবিল ল্যাম্প – প্রাপ্ত ভোট ৫৫), রসু মিয়া (পানির বোতল- প্রাপ্ত ভোট ২৩), তোফয়েল আহাম্মেদ (ব্ল্যাক বোড – প্রাপ্ত ভোট ০২), মাসুদ আলম ভূঁইয়া (উঠপাখি – প্রাপ্ত ভোট ১৯৯), মাহমুদুল হাছান মঞ্জু (পাঞ্জাবী – প্রাপ্ত ভোট ১০৪) ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *