শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

ফ্রান্সে কমিউনিটির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সৈয়দ মুন্তাছির রিমন, ফ্রান্স । / ২১ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

ক্রীড়াই বিনোদনের উৎস। যে উৎসের অন্যতম প্রধান মাধ্যম হলো ফুটবল। আর ফুটবল মানেই উত্তেজনা। যে উত্তেজনা সকল নিরবতা ও ব্যস্ততার দরজা ভেঙ্গে মানব দেহে প্রাণ সঞ্চার করে।

এরকম নীরবতা ভেঙ্গে ১৯ সেপ্টেম্বর (রবিবার) পড়ন্ত বিকালে ফ্রান্সের প্যারিসের অদুরে লা-কোরর্নভ ফুটবল মাঠে বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই দলের মধ্যকার প্রিতি ফুটবল ম্যাচে বিএফসি লা-কোরর্নভের জয় লাভ করে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশি শ্রমিক গ্রুপের উপদেষ্টা প্রকাশ সরকারের সহধর্মিনী মান্না সরকার। তিনি বিজয়ী দলের ক্যাপ্টেন রেজা’র হাতে প্রথম পুরস্কার তুলে দেন।

বিএফসি লা-কোরর্নভের টিম ম্যানেজার আব্দুল কাদের রানার্স আপ দলের ক্যাপ্টেন এনামুলের হাতে দিত্বীয় পুরস্কার তুলে দেন। বিএফসির খেলোয়ার তুহিন আহমেদ খেলায় ম্যান অব দ্য ম্যাচে পুরস্কারে ভূষিত হয়।

আগত ক্রীড়ানুরাগিরা দুই দলের খেলা দেখে মুগ্ধ হয়। এমন কি বিএফসি গ্রুপের তানিম হুসাইন, জনি দেব ও উভয় দলের পরিচালকবৃন্দরা আগামীতে আরও কয়েকটি প্রিতি ম্যাচের আয়োজন করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *