শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিতে নোবেল জিতে ট্রাম্পকে ফোন মাচাদোর, দেখালেন ‘ভক্তি’ ফেব্রুয়ারিতে নির্বাচন, সব সংশয় কেটে গেছে: প্রেস সচিব চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের অবশেষে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ : ডিএমপি বিদেশ থেকে নয়, নিজ দেশ থেকেই হজে যেতে হবে বাংলাদেশিদের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ দায়িত্বে অবহেলা: মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ

ইনবক্সে শরীর নিয়ে কটুক্তি, স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১০৮ পাঠক
প্রকাশকাল রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ছোটপর্দার একসময়ের নিয়মিত মুখ প্রসূন আজাদ। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন তিনি। তারপর শোবিজে পা রাখেন। শুরুর দিকে অভিনয়ে সরব থাকলেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন। এখন এ অভিনেত্রীকে খুব একটা পর্দায় দেখা যায় না।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের ভালোলাগা মন্দ লাগা শেয়ার করার মাধ্যমে অনলাইন জগতে বেশ সক্রিয় থাকেন তিনি। তবে সম্প্রতি এক অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হন এ অভিনেত্রী।

প্রসূন তার ইনবক্সে আসা এক ব্যক্তির মেসেজ শেয়ার করেছেন, যেখানে অশ্লীলভাবে তার শরীর নিয়ে কটুক্তি করা হয় তাকে।

সেই মেসেজের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে প্রসূন আজাদ লিখেছেন, ‘আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই বিশ্বাস করেন। একই জিনিস। খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায় একই চামড়া পাছায় থাকে। ট্রাস্ট মি।’

অভিনেত্রীর পোস্টে এক অনুরাগী মন্তব্য করে জানান সেই ব্যক্তির নামসহ প্রকাশ করতে। যে প্রতিষ্ঠানে চাকরি করে বা পড়াশোনা করে ডিটেইলসে এক্সপোজ করার কথা বলেন তাকে। উত্তরে প্রসূন বলেন, ‘উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।’

সম্প্রতিক সময়ে বাবার নিখোঁজের বিষয়ে বেশ আলোচনায় উঠে আসেন প্রসূন আজাদ। বাবাকে খুঁজে পাচ্ছিলেন না জানিয়ে বাবার সন্ধান পেতে সামাজিক মাধ্যমে ভক্তদের কাছে সাহায্যও চেয়েছিলেন তিনি। এ নিয়ে পুলিশেও অভিযোগ জানানো হয়।

অবশ্য সেই ঘটনার কয়েকঘণ্টা পর তার বাবা বাসায় ফিরে গিয়েছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর