কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পেয়ে যায়: জাহিদ হাসান

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে অন্যতম আলোচিত নাম ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পনির্ভর এই সিনেমাটি ভায়োলেন্স ও নেতিবাচকতার ভিড়ে একঝলক প্রশান্তি এনে দিয়েছে দর্শকদের মনে।
‘উৎসব’-এ একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এতজন শিল্পীকে এক ছবিতে দেখা বাংলাদেশের সিনেমায় খুবই বিরল ঘটনা। দর্শকদের দারুণ সাড়া পাওয়ায় আলোচনার শীর্ষে উঠে এসেছে সিনেমাটি।
মুক্তির দ্বিতীয় সপ্তাহে রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘উৎসব’-এর প্রিমিয়ার শো আয়োজন করা হয়। এই আয়োজনের দর্শক-সাংবাদিকদের বিপুল উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা জাহিদ হাসান।
তিনি বলেন, ‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে অসুস্থ ছিলাম। হাসপাতালে ছিলাম, আইসিউতে ছিলাম। কিন্তু ছবি মুক্তির পর দেখছি, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, সিনেমা নিয়ে ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন, যা দেখে ভালো লেগেছে।’
জাহিদ হাসান বলেন, ‘আমি হাসপাতালে থেকেই রিভিউ দেখেছি, মানুষের সাড়া দেখেছি, এসব দেখে সকলের প্রতি কৃতজ্ঞতায় মাথা নুইয়ে আসছে।’
এ সময় সাংবাদিকরা পাশ থেকে বলেন, ‘জাহিদ হাসান, আজকে আপনারই দিন।’ পরক্ষণেই আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। চোখ ভিজে ওঠে কান্নায়।
জাহিদ হাসান বলেন, ‘আমার মুশকিল হয়ে গেছে কি জানেন, কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায়। কেউ আমাকে আদর করলে কান্না পেয়ে যায়। আপনারা সবাই যখন আমাকে এভাবে আদর করেন, আমার কান্না পায়।’
এই অভিনেতা বলেন, ‘আমার ক্যারিয়ারে ছবি এসেছে কয়েকটা। জাতীয় পুরস্কারও পেয়েছে। তবে এভাবে কোনো সিনেমা আসেনি। এত ক্যামেরা সামনে আসেনি। এটা আমার জীবনের বড় একটা পাওয়া। আমি সকলের কাছে কৃতজ্ঞ। ভালোবাসি সবাইকে।’