বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

যদি কোথাও বই পৌঁছাতে দেরি হয়ে থাকে, অবশ্যই আমি তা দেখবো : শিক্ষামন্ত্রী দীপু মনি

এ কে আজাদ, চীপ রিপোর্টার। / ৬৫ পাঠক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই না পাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে সকল শিক্ষার্থীদের বই দেওয়া বাকি ছিল, তাদেরকে ২৫ তারিখের মধ্যে সমস্ত বই দিয়ে দেওয়ার কথা ছিল। কাজেই কোথাও যদি বই পৌঁছতে দেরি হয়ে থাকে অবশ্যই আমি তা দেখব। তিনি সকালে চাঁদপুর সার্কিট হাউসে আসলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ওয়েবসাইটে প্রতিটি বই দেয়া আছে, এরপরও যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, তাহলে শিক্ষকরা সেখান থেকে শিক্ষার্থীদের পড়াতে পারেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতাভিত্তিক, সফটস্কিল ও মূল্যবোধ শিখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী, এ্যাড.মজিবুর রহমান ভুঁইয়া, সদস্য আইয়ুব আলী বেপারী, আ’লীগ নেতা এ্যাড. সাইফুদ্দিন বাবু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *