শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ ঢাবিতে ছাত্রদল ও শিবিরের পাশাপাশি মিছিল-স্লোগান

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে আপস নেই: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৯০ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে কোনো আপস নেই বিএনপির। এমনকি বিএনপি ‘জুলাই সনদ’র প্রস্তাব আগেই দিয়েছে, এখন সরকারের দায়িত্ব সেটা সামনে নিয়ে আসা।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহিদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। বিএনপি রাষ্ট্র পরিবর্তনে বিশ্বাস করে বলেই বহু আগেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব দিয়েছিল। সংস্কারের কথা তো বিএনপিই বলেছিল, অথচ আজ প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমরা নাকি সংস্কার মানি না।

বিএনপিকে এককভাবে দোষারোপ করা নিয়ে অসন্তোষ জানিয়ে ফখরুল বলেন, শুধু বিএনপিকে দায়ী করা ঐক্যের পথে বাধা সৃষ্টি করবে। গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা কখনোই আপস করিনি, করবও না। এমনকি আমরা আগেই ‘জুলাই সনদ’র প্রস্তাব দিয়েছি। এখন দায়িত্ব সরকারের, সেটিকে সামনে আনা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সভায় বলেন, আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের জন্য। জনগণকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ হোন। প্রতিপক্ষ ভেবে অনৈক্য তৈরি করা ঠিক নয়।

সভায় অন্যান্য নেতারাও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা ও বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো পথে বিএনপি যাবে না।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর