সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা

সংখ্যানুপাতিক ভোটে ঐক্যের বদলে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৭১ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে এখন তাঁবেদারমুক্ত রাখতে হলে এখন জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় ঐক্যের বদলে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সচেষ্ট রয়েছে। পাশাপাশি ফ্যাসিস্টদের বিচার কার্যক্রমও শুরু করেছে। একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সংস্কার মতামত দিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে প্রতিটি রাজনৈতিক দল উত্তম সংস্কারই প্রস্তাব করেছেন।তবে সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী কিনা, সেটা বিবেচনা করতে হবে। কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় তা কতোটা উপযোগী, তা নিয়ে সংশ্লিষ্টদের আরও ভাবা উচিত বলে আমি মনে করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর