শিরোনাম:
২৪ দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি

‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপি আয়োজিত সমাবেশে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সব শ্রম- আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ-অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে গভীর করেছে, আমাদের লক্ষ্যকে সমৃদ্ধ করেছে। তাই ঠিক এক বছর পর আমরা আবার শহিদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর