শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৫৬ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী কিরণকে তার বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির বিভিন্ন স্থান থেকে ১৮টি দেশী ধারালো অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, ১টি থ্রি নট থ্রি রাইফেলের অংশ বিশেষ, ১টি ল্যাপটপ ও ২টি এন্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া কিরণের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা আমরা জানতে পারিনি। কিরণকে থানায় সোপর্দ করা হয়েছে। মামলার পর আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল থেকে কিরণকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, কিরণকে সেনা ক্যাম্প থেকে দুপুরের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর