শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ‘শিশুদের নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব শান্তিতে নোবেল জিতে ট্রাম্পকে ফোন মাচাদোর, দেখালেন ‘ভক্তি’ ফেব্রুয়ারিতে নির্বাচন, সব সংশয় কেটে গেছে: প্রেস সচিব চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের অবশেষে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ : ডিএমপি

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২২৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী কিরণকে তার বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির বিভিন্ন স্থান থেকে ১৮টি দেশী ধারালো অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, ১টি থ্রি নট থ্রি রাইফেলের অংশ বিশেষ, ১টি ল্যাপটপ ও ২টি এন্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া কিরণের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা আমরা জানতে পারিনি। কিরণকে থানায় সোপর্দ করা হয়েছে। মামলার পর আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল থেকে কিরণকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, কিরণকে সেনা ক্যাম্প থেকে দুপুরের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর