শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

জামালপুরে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৬৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

জামালপুর সদর উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (৮) ধর্ষণ অভিযোগে ইমরান (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার চর যথার্থপুর এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশু ও অভিযুক্ত ইমরান একই এলাকার বাসিন্দা।

শিশুটির মা জানান, মঙ্গলবার দুপুরে তার মেয়ে অভিযুক্ত ইমরানের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তার মেয়ের কাছ থেকে আরবি হয়ফ লিখে নেওয়ার কথা বলে তার কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং এই ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন। পরে শিশুটি বিষয়টি তার পরিবারকে বললে পরিবারের লোকজন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শিশুটির চাচা বলেন, ‘সাংবাদিক ও প্রশাসন হলো জনগণের বন্ধু প্রশাসন যদি আমার ভাইয়ের মেয়ের ধর্ষকের সঠিক বিচার না করে তাহলে আমাদের মতো গরিব মানুষের কষ্ট দেখার কেউ নেই।’

এই বিষয়ে অভিযুক্ত ইমরানের মা বলেন, ‘আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার ছেলে যদি অপরাধ করে তাহলে আইন তাকে শাস্তি দেবে এতে আমাদের কোন কথা নেই।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. অতিক বলেন, ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর