মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশেষজ্ঞ চিকিৎসকরা জনান ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপলো টেকনাফ গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বাতিল, ডাকসুর জিএস পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে: ভারত নতুন ইউএনও ১৬৬ উপজেলায় বৃহস্পতিবার শুরু ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা, বর্জনের ঘোষণা একাংশের ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর সিনহা হত্যার মাস্টারমাইন্ড ওসি প্রদীপ: পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুদকে শুধু দীর্ঘসূত্রিতা নয়, দুর্নীতিও আছে: ড. মোহাম্মদ আবদুল মোমেন ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা তরুণী আটক

নরসিংদীতে মোটরসাইকেলে যাচ্ছিলেন ২ বন্ধু, পথেই হারালেন প্রাণ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর শিবপুর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ আরো দুজন।
সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবপুরের সৈয়দেরগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২০) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শফিক ও রাজ সিএন্ডবি থেকে মোটরসাইকেলে শিবপুরের দিকে আসছিল। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় পৌঁছালে অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজ। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু শফিক ও অটোরিকশার চালক রবিউল ইসলামসহ আরো এক যাত্রীকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে শফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নরসিংদী জেলা হাসপাতালে পাঠান চিকিৎসক। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে- মোটরসাইকেলটি দ্রুতগতিতে উল্টোপথে আসার সময় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু নিহত এবং অটোচালকসহ আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর