রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে ও মাথা থেঁতলে হত্যা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৯ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের নাগবাড়ি এলাকায় রায়হান খান নামে এক যুবককে কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুরনো দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে তাকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে। নিহত রায়হান খান (৩৮) চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে। সে দেওভোগ তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

নিহতের স্বজন ও স্থানীয় জানায়, ভোরে রায়হান তাঁতিপাড়ার বাড়ি থেকে বেড়িয়ে নাগবাড়ি এলাকার দিকে যাচ্ছিল। তিনি চার রাস্তায় মোড়ে পৌঁছালে কয়েকজন যুবক তাকে অতর্কিত হামলা করে। দুর্বৃত্তরা তার মাথা ইট দিয়ে থ্যাতঁলে ও কুপিয়ে হত্যার পর রক্তাক্ত অবস্থায় তাকে মাটিতে ফেলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা পুলিশকে খরব দেয়।

পুরনো দ্বন্দ্বের জেরে জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে রায়হান দেওভোগ এলাকায় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করত। এছাড়া ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলো। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক কারবার কিংবা ছিনতাইকারীদের সাথে তার পুরনো দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি মান্নান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে।

এদিকে রায়হানের হত্যার খবর পেয়ে তার স্ত্রীসহ স্বজনরা ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করে। এসময় তারা মরদেহ জড়িয়ে আহাজারি করেন। রায়হানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে তারা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চান।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর