শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ ঢাবিতে ছাত্রদল ও শিবিরের পাশাপাশি মিছিল-স্লোগান

বরগুনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৮৯ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বরগুনা সদর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের প্রতিবেশী।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- বরগুনা সদর উপজেলার পাতাকাটা নামক এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (৫) এবং রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু জুনায়েদ ও ইয়াসিন তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলছিল। এসময় জুনায়েদ পানিতে পড়ে গেলে ইয়াসমিন তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় পর বিষয়টি নজরে আসলে জুনায়েদ এবং ইয়াসিনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, পানিতে পড়ে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর