শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ ঢাবিতে ছাত্রদল ও শিবিরের পাশাপাশি মিছিল-স্লোগান

বারহাট্টায় অবৈধ ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

নেত্রকোণা | বর্তমানকণ্ঠ ডটকম: / ৮২ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় লাইসেন্সবিহীন ও অনিয়মে পরিচালিত ডায়াগনোস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ জুন) বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাঁচটি ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং বাকি চারটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান ও বারহাট্টা থানা পুলিশের একটি টিম। হাসপাতাল রোড, অডিটোরিয়াম সংলগ্ন এলাকাসহ আশপাশের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তল্লাশি চালানো হয়।

ইউএনও খবিরুল আহসান বলেন, “এই অভিযান শুধুমাত্র শাস্তিমূলক নয়, বরং জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নীতিগত পদক্ষেপ। লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা চালানো সম্পূর্ণ বেআইনি। আমরা এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বৈধ ডায়াগনোস্টিক সেবা প্রদানের জন্য লাইসেন্স, দক্ষ টেকনিশিয়ান, নিবন্ধিত চিকিৎসক ও আধুনিক সরঞ্জাম বাধ্যতামূলক। অভিযানে দেখা যায়, বেশিরভাগ প্রতিষ্ঠানে ছিল না বৈধ রেজিস্ট্রেশন, অনেকের লাইসেন্স ছিল মেয়াদোত্তীর্ণ এবং কিছু সেন্টারে অদক্ষ কর্মচারী ও ঝুঁকিপূর্ণ পরিবেশে রোগ নির্ণয়ের কাজ চলছিল।

অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি রেগুলেশন অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে উপজেলার সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নিয়মিত তদারকির আওতায় আনা হবে এবং লাইসেন্সবিহীন ও অদক্ষ সেবাদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ নিরাপদ সেবা পাবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর