শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪ প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

রায়পুরায় ওলামা দলের কর্মী সম্মেলনে কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৩০ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রায়পুরা উপজেলা ও পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওলামা দল রায়পুরা উপজেলা ও পৌরসভার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে রায়পুরা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন ঘিরে দুপুর থেকে বিকেল পর্যন্ত ওলামা দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা স্লোগান ও মিছিলসহ সম্মেলনে যোগ দেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৮ বছর ধরে কোনো কার্যকর কমিটি না থাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়। এই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পথ প্রশস্ত হয়েছে এবং এর ফলে ওলামা দলের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্মেলনের শেষ পর্বে রায়পুরা উপজেলা ১২ সদস্য বিশিষ্ট এবং পৌরসভা ১৪ সদস্য বিশিষ্ট ওলামা দলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে রায়পুরা উপজেলার সভাপতি নির্বাচিত হন মাওলানা মো. এরশাদউল্লাহ, সাধারণ সম্পাদক এইচ. এম. ইসমাইল হোসাইন এবং রায়পুরা পৌরসভার সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মুফতি রাকিব মোল্লা নির্বাচিত হন।

সম্মেলনে নরসিংদী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. হায়রত আলী ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাও. মো. নোমান আহমেদ, নরসিংদী জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী আলতাফ হোসেন, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুলি এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা নূরুজ্জামান মোল্লা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর