সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা

রায়পুরায় ওলামা দলের কর্মী সম্মেলনে কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২২৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রায়পুরা উপজেলা ও পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওলামা দল রায়পুরা উপজেলা ও পৌরসভার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে রায়পুরা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন ঘিরে দুপুর থেকে বিকেল পর্যন্ত ওলামা দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা স্লোগান ও মিছিলসহ সম্মেলনে যোগ দেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৮ বছর ধরে কোনো কার্যকর কমিটি না থাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়। এই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পথ প্রশস্ত হয়েছে এবং এর ফলে ওলামা দলের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্মেলনের শেষ পর্বে রায়পুরা উপজেলা ১২ সদস্য বিশিষ্ট এবং পৌরসভা ১৪ সদস্য বিশিষ্ট ওলামা দলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে রায়পুরা উপজেলার সভাপতি নির্বাচিত হন মাওলানা মো. এরশাদউল্লাহ, সাধারণ সম্পাদক এইচ. এম. ইসমাইল হোসাইন এবং রায়পুরা পৌরসভার সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মুফতি রাকিব মোল্লা নির্বাচিত হন।

সম্মেলনে নরসিংদী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. হায়রত আলী ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাও. মো. নোমান আহমেদ, নরসিংদী জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী আলতাফ হোসেন, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুলি এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা নূরুজ্জামান মোল্লা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর