শিরোনাম:
হবিগঞ্জে ভুয়া চিকিৎসক আটক

হবিগঞ্জ শহর থেকে আব্দুর রহমান নামের একজন ভুয়া চিকিৎসক আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ২টার দিকে শহরের রাজনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, মুক্তিযোদ্ধা হায়দার আলী ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এসময় ভুয়া চিকিৎসক আব্দুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর