হাদির মৃত্যুতে রাজশাহীতে ভারতীয় হাই কমিশন অফিস ঘেরাও কর্মসূচি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শুক্রবার ভারতীয় হাই কমিশন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে, হাদির মৃত্যু খবরটি ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসের জোহা চত্বরে জড়ো হন। মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়ক হয়ে নগরের আলুপট্টি মোড়ের দিকে যায়। এসময় বুলডোজার দিয়ে ওই এলাকার একটি আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আন্দোলনকারীরা।
মিছিলে বিক্ষোভকারীরা, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’,‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বৃথা যেতে দিব না, আমার ভাইয়ের রক্ত’ প্রভৃতি স্লোগান দেন।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান ওসমান হাদি। তার হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে নামে ছাত্র-জনতা।







