শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলবে : শিক্ষামন্ত্রী

এ কে আজাদ, ব্যুরো প্রধান, চাঁদপুর । / ৪০ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

এসময় তিনি আরও বলেন, আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়ে শিক্ষার্থীদের উৎকন্ঠার কোন কারণ নেই। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে উপচার্জের সাথে কথা বলেছি, তারা চেয়েছেন অন্ততপক্ষে শিক্ষার্থীরা প্রথম ডোজ নিলে অক্টোবরের মাঝামাঝি খোলা হতে পারে। এর আগে যদি তারা বিশ^বিদ্যালয় খুলতে চান খুলতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১৭ মাস বন্ধ রয়েছে। আর সেটির সুফলও কিন্তু আমরা পেয়েছি। যার কারনে আমাদের দেশে করোনা সংক্রমন বাড়েনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৮ বছরের উপরের সবাই টিকা পাবে বলে আগে সিন্ধান্ত হয়েছিল কিন্তু এখন ১২ বছরের উপরের শিশুদের টিকা দেয়া হবে। আমরা পর্যায় ক্রমে সবার কাছে টিকা পৌঁছে দিব। আমরা আশাবাদি আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধুমাত্র একা শিক্ষা মন্ত্রণালয় এটি নিশ্চিত করতে পারবে না। সেই ক্ষেত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও রাজনীতিবিদরাসহ সবাই মিলে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাহ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড, জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *