শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

তাজরীন ট্র্যাজেডি: ১১৩ শ্রমিকের মৃত্যু, পাঁচ বছরেও মালিকের শাস্তি হয়নি

বর্তমানকণ্ঠ ডটকম / ৪২ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,২৪ নভেম্বর ২০১৭: আজ তাজরীন ট্র্যাজেডি দিবসের পাঁচ বছর পূর্ণ হচ্ছে। ২০১২ সালের এ দিন আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

এতে ভেতরে আটকা পড়ে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়া আহত ও দগ্ধ হন আরও দুই শতাধিক শ্রমিক।

অভিযোগ আছে, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে ক্ষতিপূরণ দেয়া হয়নি। আর মালিক দেলোয়ার হোসেনের কোনো শাস্তি হয়নি।

এদিকে এ দুর্ঘটনায় পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে আছে তাদের পরিবার।

জানা গেছে, অগ্নিকাণ্ডের পরদিন ২০১২ সালের ২৫ নভেম্বর আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় নাশকতার পাশাপাশি অবহেলাজনিত মৃত্যুর দণ্ডবিধির ৩০৪(ক) ধারা যুক্ত করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান ২০১২ সালের ২২ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিজিএম) আদালতে তাজরীন ফ্যাশনের এমডি দোলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত বাকি আসামিরা হলেন- তাজরীন ফ্যাশনের চেয়ারম্যান মাহমুদা আকতার, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম, আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, স্টোর ইনচার্জ আল-আমিন ও লোডার শামীম মিয়া।

২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে দুর্ঘটনার প্রায় ৩ বছর পর বিচার কার্যক্রম শুরু হয়।

অভিযোগ গঠনের দুই বছর পরেও বিচার না হওয়ায় নিহত শ্রমিকদের স্বজন ও শ্রমিক সংগঠনের মধ্যে ক্ষোভ রয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস তাজরীন ট্র্যাজেডি দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বলেছেন, এ দুর্ঘটনার জন্য গার্মেন্টস মালিক, ব্যবস্থাপনা কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায় এড়াতে পারেন না। অথচ কারও বিরুদ্ধে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। উল্টো যে বিচারিক প্রক্রিয়া চলার কথা সেটাও শ্লথ করে দেয়া হচ্ছে। তারা দাবি করছেন, শ্রমিক গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের দায়মুক্তি দেয়া চলবে না।

তাজরীন ট্র্যাজেডি দিবসে নিহত শ্রমিকদের স্মরণে শুক্রবার সকাল ৮টায় জুরাইন কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রমিক সংগঠনটি।

বেলা ১১টায় বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করবে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *