বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

ভোলাহাটে কৃষি জমির পানি নিষ্কাশন ও মহানন্দা নদীর ভাঙ্গন রোধে এমপি’র মতবিনিময় সভা

ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ । / ২৫ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের আলীমোড়ে কৃষি জমির জলাবদ্ধতা দুরিকরণ ও মহানন্দা নদীর ভাঙ্গন রোধে স্থানীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম মতবিনিময় সভা করেছেন।

১১ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার সময় বিএনপি উপজেলা শাখার সহসভাপতি মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন। তিনি কৃষকের আবেদনে ৯’শ বিঘা জমির ফসল জলাবদ্ধতায় নষ্ট হওয়ায় এ মাসের মধ্যে ৪ লাখ টাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেন নিমার্ণের অর্থ প্রদানের ঘোষণা দেন। সম্পন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সভায় জানান। এ ছাড়া মহানন্দা নদী ভাঙ্গন রোধে সুনিদৃষ্ট রূপরেখা প্রদান করতে অনুরোধ করেন।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এদিকে ভোলাহাট হতে রহনপুর সড়কের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, ভোলাহাটের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি শাখার সিনিয়র সহসভাপতি মোঃ মাহতাবউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা শাখার সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক চুটু, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, কৃষক মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুর রহমান, মোঃ উমর ফারুক, উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ মহসিন আলী, সদস্য সচিব মোঃ আব্দুর রাকিবসহ অন্যরা।

এর পর জাতীয় সংসদ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হামিদসহ দলীয় নেতাদের মাঝে পৃথক পৃথক ভাবে ১০ হাজার টি মাস্ক বিতরণ করেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *