শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

নরসিংদীর চার আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১১ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে নরসিংদী-৩ আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি।

সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নরসিংদীর মনোনিত প্রার্থীরা হলেন, নরসিংদী-১ (সদর) বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-২ (পলাশ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৩ শিবপুরে এই আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। পরে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) জেলা বিএনপির সিনিয়র সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদী-৫ (রায়পুরা) বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল।

মির্জা ফখরুল বলেন, “এই তালিকাটি প্রাথমিক। রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে।”

প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই নরসিংদীর বিভিন্ন এলাকায় তাদের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় কার্যালয় ও স্থানীয় পর্যায়ে মিষ্টি বিতরণ, শোভাযাত্রা ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকাগুলো। ঘোষিত প্রার্থীদের সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং আসন্ন নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর