শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪ প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৮৪ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী কিরণকে তার বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির বিভিন্ন স্থান থেকে ১৮টি দেশী ধারালো অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, ১টি থ্রি নট থ্রি রাইফেলের অংশ বিশেষ, ১টি ল্যাপটপ ও ২টি এন্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া কিরণের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা আমরা জানতে পারিনি। কিরণকে থানায় সোপর্দ করা হয়েছে। মামলার পর আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল থেকে কিরণকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, কিরণকে সেনা ক্যাম্প থেকে দুপুরের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর