ডিসি-এসপিদের সঙ্গে ২৪ ডিসেম্বর বসবে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করতে আগামী ২৪ ডিসেম্বর দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিশন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে একটি দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হবে।
ইসি উপসচিব বলেন, এ বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতি, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রার্থী ও ভোটারদের সুরক্ষা, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী তৎপরতা দমন এবং মাঠপর্যায়ে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনকালীন যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার পরপরই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও নাশকতার ঘটনায় কমিশন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য প্রার্থী ও নির্বাচন অফিসে হামলার ঘটনার পর মাঠপর্যায়ের প্রশাসনের ভূমিকা আরও সক্রিয় ও দৃশ্যমান করতে চায় কমিশন। ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠকে এসব বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে।
এর আগে নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেছে এবং নির্বাচনি নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশনা জারি করেছে। এর ধারাবাহিকতায় আগামী রবিবার (২১ ডিসেম্বর) বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে আরেকটি বৈঠকে বসবে ইসি। ওই দিন সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নির্বাচনের সময় বাহিনীগুলোর দায়িত্ব বণ্টন, মোতায়েনের সময়সূচি এবং আন্তঃসমন্বয় নিয়ে আলোচনা হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত মাঠপর্যায়ে কার্যকর করতে ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জেলা প্রশাসক ও পুলিশ সুপাররাই নির্বাচনের সময় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষায় মূল দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশনের ভাষায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই এসব বৈঠকের মূল লক্ষ্য।







