মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮- আইএসপিআর ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪০ ফুট মাটির গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান

যুবদল-ছাত্রদলের সংঘর্ষে গার্মেন্টসকর্মী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৯০ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকায় যুবদলের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গার্মেন্টসকর্মী সুমন মিয়া(২৯) গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ সুমন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ৯টায় রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ছাত্রদল নেতা রকি ইসলাম ও যুবদল নেতা আরিফ হোসেনের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে রকি ইসলাম তার মালিকানাধীন ‘মা-বাবার দোয়া’ ফার্মেসিতে চলে আসে। এরপর রাত সাড়ে ১০টার দিকে আরিফ হোসেনের অনুসারীরা রকি ইসলামের মালিকানাধীন ফার্মেসিতে হামলা চালায়।

এসময় রকির সমর্থকরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ফার্মেসিতে ঔষধ কিনতে আসা গার্মেন্টসকর্মী সুমন মিয়া গুলিবিদ্ধ হয়।

সবশেষ গুলিবিদ্ধ সুমন মিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভুলতা ডিকেএমসি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর