বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

প্রিয় হাদি, তুমি বুকের ভেতর আছো: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১১ পাঠক
প্রকাশকাল শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

‘প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি, তুমি বুকের ভেতর আছো। তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো আমরা যেন তা পূরণ করতে পারি। পুরো দেশ ওয়াদা করবে।’

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার আগে ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

হাদির মন্ত্র বাংলাদেশের মানুষের অন্তরে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘প্রিয় হাদি, তোমার যে মানবপ্রেম, মানুষের সঙ্গে ওঠাবসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি; এটা সবাই অনুসরণ করব। তোমার মন্ত্র আমাদের কানে চিরদিন বাজবে। তোমার মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির… আমাদের শির কখনও নত হবে না। এই মন্ত্রে দুনিয়ার কাছে আমরা নত হব না।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে। পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। বিদেশে যারা আছে, বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। এবং চিরদিন, বাংলাদেশ যতদিন আছে, তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ওসমান হাদি; তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে; নির্বাচন কীভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছ। যে প্রক্রিয়া হাদি শিখিয়ে গেছেন সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। কীভাবে প্রচারণা চালাতে হয়, কীভাবে মানুষের কাছে যেতে হয়- তুমি সবকিছুর শিক্ষা দিয়ে গেছ। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম।’

এর পর হাদির বড় ভাই অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক নিজের বক্তব্যের পর তার প্রিয় ছোট ভাইয়ের জানাজা পড়ান। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়। সেখানে বেলা সাড়ে তিনটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তার দাফন সম্পন্ন হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর