বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলায় নিহত ৫

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১২ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ার কারাক এলাকায় পুলিশের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কারাক জেলার গুরগুরি এলাকায় হামলার ঘটনা ঘটে, যা সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা থেকে তুলনামূলক নিরাপদ ছিল।

জেলা পুলিশ জানায়, পুলিশ ভ্যানটি প্রথমে আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে হামলাকারীরা গুলি চালালে চারজন পুলিশ সদস্য ও এক চালক নিহত হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি, তবে সন্দেহের তীর পড়ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র কারাক শাখার উপর।

পুলিশ জানায়, হামলাটি গ্যাস কোম্পানি আইওএল-এর নিরাপত্তার জন্য নিয়োগপ্রাপ্ত পুলিশ টিমকে লক্ষ্য করে চালানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার নিন্দা করে বলেন, পুলিশ সর্বদা সন্ত্রাসবিরোধী যুদ্ধে সামনের সারিতে ভূমিকা পালন করে আসছে।

জেলা পুলিশ কর্মকর্তা সৌদ খান বলেন, হামলাকারীরা পালিয়ে গেছে এবং ঘটনাস্থলে পুলিশের বড় একটি দল মোতায়েন করা হয়েছে। এলাকা অবরুদ্ধ করে তল্লাশি অভিযান চলছে।

আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি এবং সীমান্তে সন্ত্রাসের বৃদ্ধির মধ্যে এই হামলা ঘটেছে। ইসলামাবাদ আফগান ভূখণ্ড থেকে হামলা পরিকল্পনার অভিযোগ তুলছে, যা কাবুল অস্বীকার করে বলছে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। পাকিস্তানের পার্বত্য সীমান্ত অঞ্চলগুলোতে টিটিপি-র মতো সংগঠনগুলো প্রায় দুই দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।

সূত্র: রয়টার্স


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর