বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আরমান।

এর আগে, গতকাল রবিবার সকালে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ ছাড়া আজ বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হবে।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে যাবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতারা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর