ইনকিলাব মঞ্চের ৪ দাবি, সব শিক্ষার্থীকে শাহবাগে আসার আহ্বান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে চার দফা দাবি ঘোষণা করেছে সংগঠনটি। পাশাপাশি দেশের সব শিক্ষার্থীকে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে আসার আহ্বান জানিয়েছে তারা। রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এ ঘোষণা দিয়ে অবস্থানস্থল ছাড়ার কথা জানান।
জাবের বলেন, ‘সোমবার দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদ্রাসা রয়েছে, স্কুল-কলেজ রয়েছে ও স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।’
তিনি আরও বলেন, ‘লড়াই কঠোর থেকে কঠোর হবে। ১০টার মধ্যে আজকে শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি।’
উল্লেখ্য, এর আগে রাত ৮টায় বিভাগীয় শহরগুলোর অবরোধগুলো তুলে নেওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। তাদের ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়। এ ছাড়া রোববার আন্দোলনস্থল থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষিত চার দফা দাবিগুলো হলো—
প্রথমত, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, বাংলাদেশে কর্মরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট অবিলম্বে বাতিল করতে হবে।
তৃতীয়ত, বাংলাদেশে গুম ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা, যারা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এ ক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা না করলে বিষয়টি আন্তর্জাতিক আদালতে উত্থাপন করার দাবি জানানো হয়েছে।
চতুর্থত, নিরাপত্তা বাহিনীর যেসব কর্মকর্তা বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রদান করেছেন এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যারা আত্মগোপনে রয়েছেন, তাদের অবিলম্বে পদচ্যুত করতে হবে।
ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। ন্যায়বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা।







