রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

স্বামীর হাত ধরে ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২০ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

রাজশাহীতে স্বামীর সঙ্গে ট্রেনে ওঠার সময় হাত ফসকে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামে। তার স্বামীর নাম মো. অনিক।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রনি সাহা জানান, অনিক ঢাকায় একটি আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠানে চাকরি করেন। বিকেলে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ঠিক ওই মুহূর্তে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে দিতে শুরু করে। অনিক নিজে দ্রুত ট্রেনে উঠে পড়ে স্ত্রীর হাত ধরে তাকেও টেনে তোলার চেষ্টা করছিলেন।

এ সময় চলন্ত ট্রেনের ঝিকুনিতে অনিকের হাত থেকে রুপা ছুটে গিয়ে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে অনিকও চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেলে স্থানীয়দের সহায়তায় দ্রুত রুপাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর