বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এর শুভ উদ্বোধন

জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী দেশব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫’ শুরু করেছে। এ কর্মসূচীর আওতায় দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
সোমবার (৩০ জুন) বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিভিন্ন পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও গাছের চারা রোপণ করে কর্মসূচীতে অংশ নেন।
উল্লেখ্য, এই কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন বিমান বাহিনী ঘাঁটি ও ইউনিটসমূহেও সমন্বিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে, যার মাধ্যমে বিমান বাহিনী পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।