শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান

আশীর্বাদের কথা বলে অভিনেত্রীকে অশালীন স্পর্শ ভারতীয় পুরোহিতের

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৯৪ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

আশীর্বাদের কথা বলে ভারতীয় এক পুরোহিতের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছেন এক মালয়েশিয়ান অভিনেত্রী। লিসাল্লিনি কানারান নামে এ অভিনেত্রী সামাজিকমাধ্যমে যৌন হেনস্তার বিষয়টি সামনে আনেন। তিনি ২০২১ সালে ‘মিস গ্র্যান্ড মালয়েশিয়া’ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে বৃহস্পতিবার (১০ জুলাই) এনডিটিভি জানিয়েছে, গত মাসে সেপাংয়ের মন্দিরে এ ঘটনা ঘটে। এই অভিনেত্রী অভিযোগ করেছেন, ভারতীয় ওই পুরোহিত ‘ভারত থেকে আনা পবিত্র পানি’ ঢালার কথা বলে তার শরীরে আশীলন স্পর্শ করেন।

সেপাং পুলিশ প্রধান নোরহিজাম বাহামান জানিয়েছেন, ওই মন্দিরের যিনি স্থায়ী পুরোহিত আছেন, তার জায়গায় ওই ভারতীয় পুরোহিত দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেছেন, অভিযুক্ত পুরোহিত অভিনেত্রীর মুখে ও শরীরে কথিত পবিত্র পানি ছিটিয়ে দেন। এরপর তার শরীর স্পর্শ করে যৌন হেনস্তা করেন।

ওই অভিনেত্রী ইনস্টাগ্রামে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, “এটি কঠিন। বিষয়টি শেয়ার করা আমার জন্য কঠিন। তবে সম্প্রতি মুখ খোলার ব্যাপারে আমি সাহস পেয়েছি।”

“আমি কখনো ধার্মিক ছিলাম না। আমি জানি না কীভাবে প্রার্থনা করতে হয়। কিন্তু আমি একটি পথ খুঁজে পাই। গত কয়েক সপ্তাহ ধরে আমি মন্দিরে যাচ্ছিলাম। ধীরে ধীরে সব শিখছিলাম। গত ২১ জুন আমার মা ভারতে ছিল, তাই আমি মন্দিরে একা যাই। এটি ছিল সেই মন্দির যেখানে আমি সবসময় যাচ্ছিলাম এবং মন্দিরের সঙ্গে পরিচিত হয়েছিলাম।”

“মন্দিরে একজন পুরোহিত ছিল যিনি আমাকে বিভিন্ন নিয়ম-কানুন শেখাতেন। যেহেতু এগুলো আমার কাছে নতুন ছিল, তাই এসব সম্পর্কে খুব বেশি জানতাম না। এ কারণে আমি সব সময় তার সাহায্য নিতাম। ঘটনার দিন যখন আমি প্রার্থনা করছিলাম তিনি আমাকে তার অফিসে ডেকে নেন। সেখানে কড়া সুগন্ধির একটি পানি বের করেন। যেটি ভারতের পবিত্র পানি বলে আমাকে জানান তিনি। ওই পানিগুলো তিনি আমার মুখে ছিটাতে থাকেন। এক সময় আমি আর চোখ খুলতে পারছিলাম না। এরপর তিনি আমাকে আমার পাঞ্জাবির স্যুট খুলতে বলেন। আমি না করলে তিনি বলেন ‘এটি আমার ভালোর জন্য করতে হবে’। আমি তাকে বলি আমার ব্লাউজ অনেক টাইট। এটি বলার পর তিনি আমাকে ধমক দিয়ে বলেন, এমন টাইট কাপড় কেউ পরে নাকি।”

“এরপর তিনি আমার মাথার পেছনে গিয়ে কি যেন বিড়বিড় করে বলতে থাকেন। যা আমি বুঝতে পারিনি। এরপর তিনি কোনো সতর্কতা না দিয়েই আমার বুকের ভেতর হাত দেন এবং অস্বাভাবিকভাবে স্পর্শ করতে থাকেন। আমি না করলে তিনি বলেন, এটি করলে ভালো হবে। কারণ তিনি ঈশ্বরের সেবা করেন।”

ওই সময় সবকিছু বুঝতে পারলেও কিছু করতে পারেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তখন তার শরীর অসাড় হয়ে গিয়েছিল। তিনি বলেছেন, “আমি পার্টি বা অন্য যেখানেই গেছি কেউ আমার হাতও স্পর্শ করেনি। কিন্তু যেখানে আমি শান্তি পাব ভেবেছিলাম সেই মন্দিরে আমি যৌন হেনস্তার শিকার হয়েছি। আমি বিস্তারিত আর কিছু বলব না। তবে আমি এক পুরোহিতের দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছি।”

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর