শিরোনাম:
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, যুবক আটক

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় মাসুদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক মাসুদ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে। তিনি কয়েক মাস ধরে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বিভিন্ন বাস থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করে আসছিলেন।
সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, আটকের সময় মাসুদের কাছ থেকে চাঁদাবাজির অর্থ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর