শিরোনাম:
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৪৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪০ হাজার ৭০৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পায়নি স্বাস্থ্য অধিদফতর। তাই চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৬৭ জনই আছে। যার মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৭, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ৪৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন ভর্তি হয়েছে।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর