1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:১৮ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

আক্কেলপুর পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের ২ মামলা

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০

জয়পুরহাট :
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির দুটি অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় আদালতে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী নন্দকিশোর আগরওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কাজেই যারা প্রকৃত দুর্নীতিবাজ তাদের শাস্তি হওয়া দরকার।

মামলার বিবরণে জানা যায়, পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী গ্রন্থাগারিক পদে অবৈধভাবে নিয়োগ প্রদান-সহ পৌর সভার ঠিকাদারি কাজে অনিয়মের মাধ্যমে দরপত্র আহবান করে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া নির্বাচনের সময় হলফনামায় তিনি যে সম্পদের বিবরণ দিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে বর্তমানে তার কয়েকগুণ বেশী অবৈধ সম্পদের তিনি মালিক হয়েছেন।

জয়পুরহাটের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের আদেশে পাওয়া বাদীর আরজি এজাহার হিসেবে গন্য করে প্রাথমিক তথ্য বিবরণির সকল কলাম পূরণ করে মঙ্গলবার বিকেলে মামলা দুটি দায়ের করা হয়।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By
Theme Customized BY WooHostBD