শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভয়ের কারণ নেই: ওবায়দুল কাদের

বর্তমানকণ্ঠ ডটকম / ৯ পাঠক
সোমবার, ১ জানুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,০১ জানুয়ারী, ২০১৮ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভয়ের কোনো কারণ নেই, ভালো ভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।আতঙ্ক অনিশ্চয়তা কিছুই থাকবে না, সব কেটে যাবে।’

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের ইতিহাস তাই বলে, বাংলাদেশের ইতিহাস হচ্ছে ঝড়ঝঞ্ঝা, যত বেশি সঙ্কট, যত অন্ধকার, যত অমানিশা সেটা কিন্তু খুব দ্রুত হঠাৎ করে চলে যায়। আবার চিরদিনের সূর্য হাসে। এটাই আমাদের ইতিহাস।’

আগামী নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, আমি আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে এবং বিএনপি যে আতঙ্কের কথা বলছে, অনিশ্চয়তার কথা বলছে এসব কিছুই থাকবে না। একটা সুন্দর পরিবেশে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। তাতে বিএনপিসহ অন্যান্য নিবন্ধিত দলগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুন্দর-ভালো নির্বাচন বাংলাদেশে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ