নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশ আজ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দরবার গ্রহণ।
গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে দিবসটি কেন্দ্রীয়ভাবে পালিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী কায়কোবাদ।
প্রতিষ্ঠানটির গণসংযোগ কর্মকর্তা মুনমুন সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি একযোগে ৬৪টি জেলাতে সাড়ম্বরে পালিত হবে। মাঠপর্যায়ের ভিডিপি সদস্যদের উজ্জীবিত করাই দিবসটি পালনের অন্যতম লক্ষ্য।
১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৫২-র মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি বাঁকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর অবদান দেশের ইতিহাসকে মহিমান্বিত করেছে।