ব্রাহ্মণবাড়িয়া,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার, ২৪ মার্চ ২০১৮:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিন হাজার গরীব, দুস্থ ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার চর চারতলায় জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফাইজুর রহমানের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা ক্যাম্প থেকে সেবা দেয়া হয়।
ক্যাম্পটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ। ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আইন সমিতির কেন্দ্রীয় সভাপতি কারুজ্জামান আনসারী, সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক উম্মে ফাতেমা নাজমা শিউলী আজাদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, চর চারতলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, জাগ্রত আশুগঞ্জবাসীর সাধারণ সম্পাদক ঈশা খান প্রমুখ। দিনব্যাপী এই ক্যাম্প থেকে প্রায় তিন হাজার রোগীকে ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দেন।