নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার,২৫ নভেম্বর ২০১৭: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হবে জাতির পিতার সোনার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশ গড়ে তুলবো। বাংলাদেশ বিজয়ী জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। যে ভাষণ জাতির পিতা দিয়েছিলেন, সেই ভাষণ আন্তর্জাতিক স্থান করে নিয়েছে। যারা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান দেশকে পুনরায় গড়ে তুলেছিলেন। সাড়ে তিন বছরে যখনই বাংলাদেশ অর্থনৈতিকভাবে দাঁড়িয়েছিল তখন তাকে হত্যা করে দেশকে অন্ধকারে ঢেকে দিয়েছিল নর পিশাচরা।
আজ শনিবার ৭ মার্চের ভাষণের স্বীকৃতি হিসেবে আনন্দ আয়োজনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে এক ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আড়াই হাজার বছরে সব ভাষণের মধ্যে এই ভাষণটি স্থান পায়। ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না। জাতির পিতার হাতে কোনো নোট ছিল না। কিছুই ছিল না। তাকে বারবার ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছিল। মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক চাপে বাধ্য হয় পাকিস্থান শেখ মুজিবুরকে মুক্তি দিতে বাধ্য হয়।