শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

ইসি ছাড়া নির্বাচনে কারও হস্তক্ষেপ চাই না: এরশাদ

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
শনিবার, ২৪ মার্চ, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার,২৪ মার্চ ২০১৮:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামীতে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন এমন পরিবেশ চাই। নির্বাচন কমিশন (ইসি) ছাড়া নির্বাচনে কারও হস্তক্ষেপ চাই না।’

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

এসময় সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘এখন ঢাকা শহরে কিছুটা শান্তি থাকলেও দেশের অন্য কোথাও শান্তি নেই। মানুষের চাকরি নেই, নিরাপত্তা নেই। আমরা সরকারে গেলে নারীদের নিরাপত্তা দেব, মানুষকে স্বস্তি এনে দেব।’

তিনি বলেন, ‘মানুষ আমার কাছে বার্তা চায়। আমার প্রথম বার্তা হলো— ইতিহাস সৃষ্টি করবো। আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবো।’

এসময় উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘এজন্য কি আপনারা প্রস্তুত?’ পরে সবাই সবাই হাত তুলে তার প্রশ্নের সম্মতিসূচক জবাব দেন।

এরশাদ বলেন, ‘আজ ঢাকা শহরের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এর মাধ্যমে প্রমাণ করেছি, জাতীয় পার্টি এখনো আছে। সরকার গঠনের ক্ষমতা আমাদের আছে।’

সমাবেশে বিরোধীদলীয় নেতা ও দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘আমরা আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদেরকে বুঝতে হবে জনগণ কী চায়। জনগণ পরিবর্তন চায়। শান্তি চায়। উন্নয়ন চায়। তাদের ভাগ্যের পরিবর্তন চায়। আমাদের দেশে এখনও সাড়ে পাঁচ কোটি মানুষের কর্মসংস্থান নেই। তারা এখনও আয়-রোজগারের পথ খুঁজে পায়নি। সেটা একমাত্র দিতে পারে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময় দেশের মানুষ অনেক খুশি ছিল। জনগণ এখন সেই শান্তি ফিরে পেতে চায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ