শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

উত্তরা ইপিজেডে কর্মরত চীনা নারীকে রংপুরে ভর্তি

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০

ডেস্ক রিপোর্ট:
নীলফামারীর উত্তরা ইপিজেডের চশমা তৈরির একটি কোম্পানীতে কর্মরত চীনা নাগরিক জিংজংকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই চীনা নারী জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে রবিবার তাকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রংপুর মেডিকেলের চিকিৎসকরা তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তি করেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি-না; তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, ওই চীনা নাগরিক গত ৪ ফেরুয়ারি চীন থেকে বাংলাদেশের আসেন। ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে তার শারীরিক পরীক্ষা শেষে ছেড়ে দেয়া হলে তিনি নীলফামারী উত্তরা ইপিজেডে এসে কাজে যোগদান করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রোস্তম আলী জানান, ওই নারীর জ্বর ও শ্বাসকষ্ট হলে তাকে আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তি করা হয় । তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখাসহ বিষয়টি ঢাকার আইইডিসিআরে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ