বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

উৎসাহ-উদ্দীপনায় রাজশাহীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

বর্তমানকণ্ঠ ডটকম / ৬ পাঠক
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
রাজশাহীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৫৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ভোটগ্রহণ চলে।

রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

তিনি জানান, জেলায় ৫৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্কুলে স্কুলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। এ নির্বাচনকে সহযোগিতা করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক এবং অভিভাবকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নির্বাচনের লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে- অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সহায়তা, শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রমে নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ।

সরেজমিনে বেলা ১১টার দিকে হেলেনাবাদে রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের লম্বা লাইন। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা অল্প বয়স থেকেই গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে। এছাড়া শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ঘটবে। এর ফলে আগামী প্রজন্ম দক্ষ নেতৃত্ব পাবে। এসব বিষয়গুলো বিবেচনায় নিয়েই সরকার স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের উদ্যোগ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ