নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭: জেরুজালেম নিয়ে নতুন করে আন্তর্জাতিক টানাপোড়েন শুরুর প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর জোট ওআইসির ডাকা বিশেষ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টায় ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছেন তিনি। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকী ও ইস্তাম্বুলের ডেপুটি গভর্নর শাহীন আসলান।
এর আগে, সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি কনরাড ইস্তাম্বুল বসফরাস হোটেলে যান। সফরে তিনি এ হোটেলেই থাকবেন। আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান জোটের রাষ্ট্র ও সরকার প্রধানদের এই সম্মেলন ডেকেছেন। ওআইসির বিশেষ সম্মেলন শেষে বৃহস্পতিবার ভোরে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।