শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল সিঙ্গাপুরের চিকিৎসকরা এলে সিদ্ধান্ত

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
রবিবার, ৩ মার্চ, ২০১৯

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান। রোববার বিকেল পৌনে ৫টায় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন বিএসএমএমইউর উপাচার্য (ভিসি) ডা. কনক কান্তি বড়ুয়া।

ব্রিফিংয়ে কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল।’

তাকে সিঙ্গাপুরে কখন নেয়া হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন। তারা এসে সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা দেখার পর সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এর আগে সকালে বুকে ব্যথা অনুভূত হলে দ্রুত ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি।

সকাল থেকেই তাকে দেখতে হাসপাতালের ডি-ব্লকের সামনে ভিড় করেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, রোববার সকাল ৬টা নাগাদ হঠাৎ অসুস্থবোধ করলে সাড়ে ৭টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে (করনারি কেয়ার ইউনিট) নিয়ে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রাম করলে হার্টে ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ