শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

করোনা মোকাবেলায় ক্লান্তিহীন ছুটে চলা এক নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় ক্লান্তিহীন ছুটে চলা একজন নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের নেতৃত্বে নিরন্তন কাজ করে চলেছেন তিনি।

প্রতিদিনই করোনা ভাইরাসের ভয়কে জয় করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মানুষকে সচেতন করতে। সাধারন মানুষকে বুঝিয়ে ঘরে নিতে বাধ্য করার মত কাজটি করে চলেছেন প্রতিনিয়ত। শুধু তাই নয় খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসছেন প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী।

তারপরও মানুষ কারনে অকারনে ঘর থেকে বেরিয়ে আসছেন, তাদের উদ্যেশ্যে তার কিছু কথা তার ফেইজবুক ওয়াল থেকে তুলে ধরা হল।

★ অর্ধেক শাটার খুলে জিনিসপত্র বিক্রি করছেন আপনারা, ম্যাজিস্ট্রেট পুলিশ দেখলেই ক্রেতাসহ শাটার বন্ধ করে দোকানের ভিতর…
★কেন এসেছেন বাজারে জিজ্ঞেস করলে বলছেন, ব্যাংকে, হাসপাতালে, ওষুধ কিনতে, আমরা বিশ্বাস করছি আপনি সত্যি বলছেন, কিন্তু মিথ্যে বললে ক্ষতি আপনারই হবে..
★কিছুদিন ডাল-ভাত খেয়ে জীবন কাটালে কিই বা হবে? প্রতিদিন সব্জি, মাছ-মাংস কিনতে বাজারে আসতে হয়? প্রতিদিন ওষুধ কিনতে হয়? দুনিয়াতে বেঁচে থাকলে ব্যবসাও করতে পারবেন, পোলাও, মাছ-মাংসও মনভরে খেতে পারবেন।একটু ঘরে থেকে সুস্থ থাকার চেষ্টা করেন, দুনিয়াতে থাকার চেষ্টা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ